'জো জিতনা বড়া ভ্রষ্টাচারী, ভো উতনা বড় পদাধিকারী'- বিজেপির জন্য নতুন স্লোগান- রাতের বিশাল খবর

বিজেপির জন্য নতুন স্লোগান।

author-image
Aniket
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: 'জো জিতনা বড়া ভ্রষ্টাচারী, ভো উতনা বড় পদাধিকারী', এবার বিজেপির জন্য কটাক্ষের স্লোগান বানালেন আপ সাংসদ সঞ্জয় সিং।

দলীয় নেতাদের সাথে দেখা করে আজ এছাড়া সঞ্জয় সিং বলেছেন, "আমি বলতে চাই যে আপ-এর জন্ম আন্দোলন থেকে। আমরা কিছুতেই ভয় পাই না। তারা আপকে ভাঙতে চায়। দেশের ভেতর একনায়কতন্ত্র চলছে। আমি ছয় মাস জেলে ছিলাম, আর আপ-এর প্রতিটি কর্মী এবং নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দাঁড়িয়েছি"।

 

 

 

Add 1

 . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . .  .