অপরাধীর মতো আচরণ! হেমন্ত সোরেনকে নিয়ে বিস্ফোরক দলের সদস্য

হেমন্ত সোরেনকে নিয়ে বিস্ফোরক দলের সদস্য। কী দাবি তাঁর?

author-image
Anusmita Bhattacharya
New Update
hemantangry

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য এবার হেমন্ত সোরেনকে নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, '৩১ জানুয়ারি ইডিকে ডাকা হলে কার নির্দেশে ইডি দিল্লিতে তাঁর বাড়িতে গিয়েছিল? বলা হচ্ছে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। কেউ কি তার অনুপস্থিতিতে কারো বাড়িতে প্রবেশের অনুমতি পায়?... তার সাথে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে। হেমন্ত সোরেন হিমন্ত বিশ্বশর্মা, অজিত পাওয়ার বা নীতীশ কুমার নন। তিনি সাহসী শিবু সোরেনের ছেলে'। 

aad

foodfla

ad11rain