BREAKING : ৭০ বছর ধরে ভারতে বসবাসকারী মানুষদের তাড়িয়ে দেওয়া উচিৎ নয় ! পাকিস্তানি নাগরিকদের বিষয়ে কি বললেন ফারুক আবদুল্লাহ

কি বললেন ফারুক আবদুল্লাহ ?

author-image
Debjit Biswas
New Update
farooqabdullahq1.jpg

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়ায়,এবার কেন্দ্র সরকারের সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (JKNC)-এর প্রধান ফারুক আবদুল্লাহ।

fgchbvjnklm;,'

তিনি বলেন, “এই পদক্ষেপটি মোটেই ভালো নয়, এটি মানবতার বিরুদ্ধে। কেউ কেউ গত ৭০ বা ২৫ বছর ধরে ভারতে রয়েছেন, তাঁদের সন্তানরাও এখানেই জন্মেছেন। তাঁরা কখনও ভারতের ক্ষতি করেননি, বরং তারা নিজেদেরকে ভারতীয় বলেই মনে করেছেন।”