গভীর জঙ্গলে জঙ্গিদের আস্তানা! চোখ কপালে সেনা-পুলিশের

গভীর জঙ্গলের ভেতরে চমকে দেওয়ার মতো জিনিস পেল ভারতীয় সেনা।

author-image
SWETA MITRA
New Update
indian army sss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও শিরোনামে জম্মু ও কাশ্মীর (J&K)। চমকে দেওয়ার মতো তথ্য দিল ভারতীয় সেনা (Indian Army)। জানা গিয়েছে, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর ৪২ আরআর গুলশানপোরা ত্রালের নাগবল ফরেস্ট এলাকায় ঘিরে ফেলে। তল্লাশির সময় দু'টি জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।