J&K : বানচাল মাদক পাচার, গ্রেফতার ৪

আন্তঃরাজ্য (J&K) মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ইউসুফ বোকরা, শওকত আহমেদ খাতানা, মারুফ আহমেদ মীর এবং লাবা মসিহ নামে চার পাচারকারীকে গ্রেফতার করেছে কুপওয়ারা পুলিশ।

author-image
Pritam Santra
New Update
J&K

নিজস্ব সংবাদদাতাঃ আন্তঃরাজ্য (J&K) মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ইউসুফ বোকরা, শওকত আহমেদ খাতানা, মারুফ আহমেদ মীর এবং লাবা মসিহ নামে চার পাচারকারীকে গ্রেফতার করেছে কুপওয়ারা পুলিশ। প্রায় ৮ কেজি হেরোইন এবং নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এনডিপিএস আইন এবং ইউএ (পি) আইনের আওতায় ট্রেহগাম থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে কুপওয়ারা (Kupwara) পুলিশ (Police)।