BREAKING: নেহরুর কারণেই আজ পাক অধিকৃত কাশ্মীর (POK) ভারতের অংশ নয় ! এবার নেহরুকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ?

author-image
Debjit Biswas
New Update
jitendra singh2.jpg

নিজস্ব সংবাদদাতা : পাক অধিকৃত কাশ্মীর (POK) প্রসঙ্গে কথা বলতে গিয়ে আজ ফের একবার জওহরলাল নেহরুকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন,''রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হতেন, তবে পাক অধিকৃত কাশ্মীর (POK) ভারতের অংশ হত, এমন বক্তব্য সত্যি হাস্যকর। আসল সত্যি হল এটাই যে যদি পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী না হতেন, তবে আজ পাক অধিকৃত কাশ্মীর (POK)  ভারতের অংশ হতো। তাঁর সিদ্ধান্তেই প্রথমে দেশ ভাগ হয়, পরে জম্মু-কাশ্মীর ভাগ হয়।”

Jitendra Singhwe.jpg