/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের রাজনৈতিক আবহে ফের তীব্র সুর তুললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জি। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, “এই মানুষটা কিছুই করতে পারবে না। চিরকালই মানুষকে ভুল পথে চালিয়ে এসেছে।” তাঁর বক্তব্য অনুযায়ী, বিরোধী শিবিরের একমাত্র কৌশল হচ্ছে বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে জনমনে ভয় সৃষ্টি করা।
জিতন রাম মাঞ্জি বলেন, “লোকসভা নির্বাচনের সময়ও তারা সংবিধান বিপদের মুখে— এই ধরনের কাহিনি ছড়িয়ে ভোট আদায় করেছিল। এর ফলেই এনডিএ কিছু আসন কম পেয়েছিল। এবারও তারা একই নাটক সাজাচ্ছে।” তিনি দাবি করেন, এনডিএ আবারও সরকার গঠন করবে, কারণ জনগণ এখন আগের তুলনায় অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন।
/anm-bengali/media/post_attachments/d4efe5c9-cef.png)
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে তারা সরকার গঠন করেও ফেলে, তবুও তারা প্রতিশ্রুতি রাখতে পারবে না। পরে বলবে, কেন্দ্রীয় সরকার নাকি টাকা দেয়নি, তাই উন্নয়ন হয়নি।”
তিনি জোর দিয়ে বলেন, “বিহারের মানুষ এখন বোঝে কে কাজ করছে আর কে শুধু কথা বলছে। এইবার জনগণ তাদের মিথ্যা প্রচারে কান দেবে না।”
#WATCH | Patna, Bihar | Union Minister Jitan Ram Manjhi says, "This man cannot do anything and has only been misleading people forever. During the Lok Sabha elections, they went on with the narrative that the constitution is in danger, and this tactic worked, which is why the NDA… pic.twitter.com/xQQZrtUKOU
— ANI (@ANI) October 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us