BREAKING: ২০০৫-এর আগের জঙ্গলরাজ মনে রাখুন ! বিহার নির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য করলেন জিতন রাম মাঁঝি

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝি ?

author-image
Debjit Biswas
New Update
jitan ram manji.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচনের আগে বিহারের রাজনৈতিক পরিবেশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝি। তিনি বলেন,''কিছু লোক নিজের নিজের কথার মাধ্যমে বিহারে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমাদের ২০০৫-এর আগের সময়টা মনে রাখা উচিত। আমি ১৯৮০ সাল থেকে রাজনীতিতে রয়েছি। আমি সেই যুগ দেখেছি, যখন বিহারে সব ধরনের অপরাধ হতো, আমাদের মানুষদের নির্মমভাবে খুন করা হতো। তখন আদালত পর্যন্ত বলেছিল যে বিহারে জঙ্গলরাজ চলছে। এটা কিন্তু কোনও ছোট কথা নয়।''

jitan ram manjhi gh1.jpg