সরকারি কর্মীদের জিও ব্যবহার করতেই হবে! নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার

রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য এবার জিও সিম ব্যবহার করা বাধ্যতামূলক করলো রাজ্য সরকার। অন্যান্য কোম্পানির সিম থাকলে তার কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে।

New Update
jio

নিজস্ব সংবাদদাতাঃ সরকারি কর্মচারীদের জিও-র মোবাইল (Jio) কানেকশন থাকতেই হবে। সোমবার এমনই বিজ্ঞপ্তি জারি করলো গুজরাত সরকার (Gujrat Govt)। সরকারি কর্মীদের (Govt Employee) অফিসিয়াল মোবাইল নম্বর এবার থেকে জিও কোম্পানির হতেই হবে। মাসিক ৩৭ টাকা ৫০ পয়সার মোবাইল প্ল্যান দেওয়া হবে গুজরাতের সরকারি কর্মী ও আধিকারিকদের। ভোডাফোন-আইডিয়ার কানেকশন সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। মাসিক প্ল্যানে সমস্ত মোবাইল অপারেটর এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড কল (Unlimited Call) করার সুবিধা দেওয়া হয়েছে।