ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এখন ‘পলাতক আসামি’!

হেমন্ত সোরেনকে একহাত নিলেন ঝাড়খণ্ডের বিজেপির মুখপাত্র।

New Update
hemantangry

File Picture

নিজস্ব সংবাদদাতা: এই মূহুর্তে ইডির ঘেরাটোপে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এমন অবস্থায় হেমন্ত সোরেনকে একহাত নিলেন ঝাড়খণ্ডের বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও।

এদিন তিনি বলেন, “ঝাড়খণ্ডে যা ঘটেছিল তা একটি আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত কল্পকাহিনীর একটি সরল প্লটের মতো দেখাচ্ছিল। যখন একটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ৪০ ঘন্টার জন্যে নিখোঁজ থাকেন, অথচ তার জন্যে সম্পূর্ণ নিরাপত্তা দেখা যায়। এটা নজিরবিহীন। স্বাধীন ভারতের ইতিহাসে কখনোই একজন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ৪০ ঘণ্টার জন্য নিখোঁজ রয়েছেন, তেমনটা দেখা যায়নি। এখন মুখ্যমন্ত্রী ৪০ ঘন্টা পর আবার দেখা দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা বলছে সব ঠিক আছে। না মুখ্যমন্ত্রী, সব ঠিক নেই। আপনি রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান। আপনি যে শপথ নিয়েছেন তা মেনে চলা আপনার কর্তব্য। আপনি মনে হচ্ছে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছেন। আপনি ৪০ ঘন্টা কোথায় ছিলেন? বড় প্রশ্ন হল, আপনি কীভাবে ঝাড়খণ্ডের মানুষকে তাদের নিজেদের ভাগ্যের ওপর ছেড়ে দিতে পারেন? আমাদের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মতো আচরণ করছেন না, তিনি পলাতক আসামির মতো আচরণ করছেন। এটা খুবই দুঃখজনক”।

 

স্ব

স

স