New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অষ্টমবারের মতো তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় এই সমন জারি করা হয়েছে। এই মামলায় আইএএস অফিসার ছবি রঞ্জন-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। সোরেনকে আগে সমন জারি করার সময় উপস্থিত না হওয়ার জন্য জবাব দিতে বলা হয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us