BREAKING: বিকশিত ভারতের আগে দরকার বিকশিত রাজ্য ও গ্রাম ! নীতি আয়োগের বৈঠকে বড় দাবি করলেন হেমন্ত সোরেন

কি বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : এবার নীতি আয়োগের ১০ম গভর্নিং কাউন্সিল বৈঠকে এক বড় দাবি করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেন,''আমরাও একথা আগেও বহুবার বলেছি যে বিকশিত ভারত তখনই সম্ভব হবে, যখন ভারতের বাকি রাজ্যগুলি বিকশিত হবে। আর রাজ্যগুলিকে বিকশিত করার জন্য সেই রাজ্যের গ্রামগুলিকেও উন্নত করতে হবে। সকলের চাহিদা পূরণ না হলে সত্যিকারের বিকাশ কখনোই সম্ভব নয়।”

hemant soren 22222