মাওবাদী হামলা, নিহত ২ জওয়ান! বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের সকালে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছেন দুই জওয়ান।

New Update
ন,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ সকালে পশ্চিম সিংভূম জেলার কোলহান জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় নকশালরা। এনকাউন্টারে ঝাড়খণ্ড জাগুয়ারের দুই জওয়ান শহিদ হন। এই ঘটনার পর এদিন সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মুখ্য সচিব সুখদেও সিং, ডিজিপি অজয় কুমার সিং এবং অন্যান্য আধিকারিকরা চাইবাসায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত সাব ইন্সপেক্টর অমিত তিওয়ারি এবং কনস্টেবল গৌতম কুমারের প্রতি শ্রদ্ধা জানান।

ঘটনার বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, "মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে আমরা ঝাড়খণ্ড জাগুয়ারের দুই জওয়ানকে হারিয়েছি। রাজ্য সরকার নকশাল কার্যকলাপ বন্ধ করতে এবং ফলাফল পেতে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নিচ্ছে। যে ঘটনাটি ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়া হবে। ঝাড়খন্ড জাগুয়ারের সমস্ত সমস্যার সমাধান করা হবে।"