জেডি (ইউ) তে জোর ধাক্কা, খোলসা করলেন নেতা

জেডি (ইউ) সভাপতি লালন সিং ছাড়লেন দল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের মাঝেই জেডি (ইউ) শিবিরে জোর ধাক্কা। জেডি (ইউ) সভাপতি লালন সিং ছাড়লেন দল। করলেন পদত্যাগ। তবে এই সব কিছুকে গুজব বলছেন দলের বাকি সদস্যরা। এই সংক্রান্ত বিষয়ে জেডি (ইউ) নেতা কে সি ত্যাগী এদিন বলেন, “আমি সমস্ত গুজব প্রত্যাখ্যান করছি। আজ থেকে দলের দুদিনের বৈঠক শুরু হতে চলেছে। আমাদের নেতা নীতীশ কুমার। বৈঠকের জন্য দিল্লি আসছেন। তারপরই সবটা ঠিক হয়ে যাবে”।

hiren