প্রধানমন্ত্রীর ভাষণের পর মন্তব্য জেডিইউ সাংসদ লাভলী আনন্দের

"অবশেষে সঠিক জবাব মিলেছে, সেনাদের ধন্যবাদ জানাই" — প্রধানমন্ত্রীর ভাষণের পর মন্তব্য জেডিইউ সাংসদ লাভলী আনন্দের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-29 11.15.30 PM

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর জেডিইউ সাংসদ লাভলী আনন্দ বলেন, "প্রধানমন্ত্রী আজ দেশের জনগণ এবং বিরোধীদের সব প্রশ্নের জবাব দিয়েছেন। পাহলগামে নিরীহ মানুষের হত্যার প্রতিশোধ হিসেবে সঠিক জবাব দেওয়া হয়েছে।"

Screenshot 2025-07-29 11.15.03 PM

তিনি বলেন, "আগে যখন জঙ্গি হামলা হতো, তখন এখানে শুধুই তোষণের রাজনীতি চলত, ভোটব্যাংকের রাজনীতি হত। কিন্তু এবার আমরা দেখেছি একটি সাহসী পদক্ষেপ। এমন জবাব একেবারেই প্রয়োজন ছিল।" সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "যাদের জন্য আজ দেশ নিরাপদ, সেই সশস্ত্র বাহিনীর জওয়ানদের আমি ধন্যবাদ জানাই।"