NDA-তে নীতীশের 'ডিগবাজি' সময়ের অপেক্ষা! বিস্ফোরক দলেরই নেতা

বিহারে মহানাটক যেন শেষই হতে চাইছে না।

author-image
SWETA MITRA
New Update
nitish bihar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিহার (Bihar) রাজ্য। ফের একবার এনডিএ শিবিরে যোগ দিতে চলেছেন নীতীশ কুমার বলে জল্পনা তুঙ্গে। এরই মাঝে বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেডি (ইউ) এমএলসি নীরজ কুমার বড় মন্তব্য করলেন। তিনি (Neeraj Kumar) বলেন, "নীতীশ কুমারজি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। তিনি কোনো পদ পাওয়ার আকাঙ্ক্ষা করেন না। যাদের মনে বিভ্রান্তি আছে তাদের ভালো করে জানা উচিত। যাদের হাতে তীর আছে, তাদের টার্গেট কে করতে পারে?”