একই ফ্লাইটে পাশাপাশি বসে দিল্লি যাচ্ছেন নীতিশ-তেজস্বী! নিছকই কাকতালীয় না অন্য কিছু? খোলসা করলেন জেডিইউ মন্ত্রী

নীতিশ কুমার-তেজস্বী যাদবকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
;ল্মনব

নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমারকে ঘিরে জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জেডিইউ মন্ত্রী এমডি জামা খান বলেন, "আমার নেতার একটি বৈঠকে অংশ নেওয়ার আছে, আজ এনডিএ বৈঠক রয়েছে এবং তাঁরও (তেজস্বী যাদব) একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তারা যদি একই ফ্লাইটে চড়ে থাকেন, তাহলে সেটা নিছকই কাকতালীয়। আর কিছু নেই।"

ল;ল্কজনব

Add 1