গণনা শুরু হওয়ার আগেই জয়ের ঘোষণা করে দিল JDU ! দেখুন বড় খবর

কি টুইট করলো JDU ?

author-image
Debjit Biswas
New Update
nitish kumar edit .jpg

নিজস্ব সংবাদদাতা : গণনা শুরু হওয়ার আগেই এবার কার্যত নিজেদের জয়ের ঘোষণা করে দিল জনতা দল ইউনাইটেড (JDU)। আজ সকালে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আসন্ন নির্বাচনী ফলাফল নিয়ে চরম আত্মবিশ্বাস প্রকাশ করেছে তারা।

nitish kumarq2.jpg

আজ সকালে জেডিইউ (JDU) একটি টুইট বার্তায় জানিয়েছে,"আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, সুশাসনের সরকার আবার ফিরছে (returning once again)।"