বিজেপিতে যোগ দিলেন এই হেভিওয়েট নেতা ! চরম উচ্ছসিত গেরুয়া শিবির

কে যোগদান করলেন বিজেপিতে ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত বিজু জনতা দল (BJD)-এর বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়ার ছেলে জয় ঢোলাকিয়া আজ ভারতীয় জনতা পার্টির (BJP) রাজ্য কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। ওড়িশার রাজনীতিতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

bjp flag

প্রয়াত বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়া ছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর ছেলের বিজেপিতে যোগদানের ঘটনা আসন্ন নির্বাচনে রায়গড়া (Rayagada) এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজনৈতিক সমীকরণে যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।