পরশু উদ্বোধন... রামের শ্বশুরবাড়িতে চলছে বিশেষ উদযাপন!

পরশু হবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই যদিও মন্দিরে প্রবেশ করে গেছেন রামলালা। এদিকে এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে রামের শ্বশুরবাড়িতে চলছে বিশেষ উদযাপন।

author-image
Anusmita Bhattacharya
New Update
ramlala1

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে পরশু। অন্যদিকে ভারতের পাশাপাশি ভারতের প্রতিবেশী দেশ নেপাল এই উৎসবে একইভাবে শরিক হতে চলেছে। নেপাল সীতার জন্মস্থান বলে মনে করা হয়। নেপালের জনকপুর তাই রামচন্দ্রের রাম মন্দিরের উদ্বোধনের পূর্বে উৎসাহিত এবং উত্তেজিত। জনকপুরে তাই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার দৃশ্য উঠে এল সামনে। তাতে দেখা যাচ্ছে পুজোর সঙ্গে চলছে ভজন-কীর্তন।