BREAKING: ২০ বছরে কী উন্নতি হল ? এবার সরাসরি নীতিশ কুমারকে তোপ দাগলেন প্রশান্ত কিশোর

কি বললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের উন্নতি প্রসঙ্গে সরাসরি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তোপ দাগলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেন,''নীতিশ কুমার গত ২০ বছর ধরে এখানের মুখ্যমন্ত্রী, অথচ ধানের দাম এখনও ১৫০০ থেকে ১৯০০ টাকা প্রতি কুইন্টাল। মানুষ আজও ন্যায্য দামের মধ্যেই শস্য চায়।”

kc-tyagi-nitish-kumar

এরপর তিনি বলেন,''মঙ্গল পাণ্ডে কোভিডের সময় এখানকার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। অথচ তখন লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে বিহারে ফিরেছিলেন। তাহলে গত ২০ বছরে কী উন্নতি হল বিহারে ?''