/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, জেলা প্রশাসন ও ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) যৌথ প্রচেষ্টায় বানী নাল্লায় অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক সম্প্রতি খুলে দেওয়া হলেও, ফের ভূমিধসে সেই সড়ক বন্ধ হয়ে গেছে।
মন্ত্রী বলেন, “গতকাল রাস্তা খুলে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচলের সুযোগ তৈরি করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, গত রাতে প্রবল বৃষ্টির কারণে থাড এলাকায় ভূমিধস হয় এবং ফের পথ বন্ধ হয়ে যায়।”
তিনি আরও জানান, খারাপ আবহাওয়ার মাঝেও উদ্ধার ও মেরামতির কাজ অব্যাহত রয়েছে। জেলা শাসক সলোনি রাই ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যত দিনরাত তদারকি করছেন। জিতেন্দ্র সিং আশা প্রকাশ করেছেন, আগামী ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে অন্তত আংশিকভাবে সড়ক চালু করা সম্ভব হবে, যাতে জরুরি সামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারে।
Union Minister Jitendra Singh says, "After a strenuous joint effort by District administration and NHAI, the blocked Jammu-Srinagar National Highway at Bani Nallah was opened yesterday for the passage of vehicles carrying essentials but unfortunately, due to heavy rain, the… pic.twitter.com/whqejasDh4
— ANI (@ANI) August 31, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us