স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীরের ডোডা জেলা

সমগ্র জেলা থেকে ১৬৩ ধারার বিএনএসএস নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার স্কুলগুলি আজ থেকে আবার খুলে দেওয়া হয়েছে। জোন ভাটিয়াস ছাড়া মূলত সব শিক্ষা প্রতিষ্ঠানই খোলা রয়েছে। জোন ভাটিয়াসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে।

জেলা প্রশাসন সমগ্র জেলা থেকে ১৬৩ ধারার বিএনএসএস নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তহসিল কাহারা এবং তহসিল চিলি পিঙ্গাল অঞ্চলে যা বর্তমান বিধায়ক ডোডা (পূর্ব) মেহরাজ মালিকের নিজ অঞ্চল, সেখানে বিধিনিষেধ বলবৎ থাকবে। ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ডোডা প্রশাসন বিধায়ক মেহরাজ মালিকের উপর জননিরাপত্তা আইন (পিএসএ) আরোপ করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার ফলে এলাকায় উত্তেজনা আরও তীব্র হয়। তাই পরিস্থিতি আয়ত্তে রাখতে এমন সিদ্ধান্ত নেয় প্রশাসন।