/anm-bengali/media/media_files/cB5pw26S72fCqVIXGhKI.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই বলে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা বলেছেন, "এতে নতুন কী আছে? দুই দেশই বহু বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি, টুর্নামেন্টে না যাওয়াটা বিসিসিআইয়ের নিজস্ব সিদ্ধান্ত। আমি বরাবরই বলে আসছি যে, এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা শুধু আমাদের দেশের দায়িত্ব নয়, যদি ভালো সম্পর্ক তৈরি করতে হয় তাহলে পাকিস্তানের দায়িত্বও বটে। যে ধরনের হামলা হচ্ছে, এই ধরনের পরিবেশ থাকা উচিত নয়, পাকিস্তানকেও এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে, যাতে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়।"
#WATCH | Srinagar: On Indian cricket team unlikely to go to Pakistan for ICC Champions Trophy, Jammu and Kashmir National Conference leader Omar Abdullah says, "What is new in this? Both countries have not played bilateral series for many years, it is BCCI's own decision not to… pic.twitter.com/MGnDXCeLsA
— ANI (@ANI) July 11, 2024