থামার নাম নিচ্ছে না বৃষ্টি, এই এলাকাগুলোয় বন্যার পরিস্থিতি তৈরি হল

সাবধানে থাকুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
shimla.jpg

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি ভারতের অনেক রাজ্য ও জেলায় বিপর্যয় সৃষ্টি করেছে। কিন্তু জম্মু-কাশ্মীরে এই বৃষ্টির কোনো শেষ নেই। জম্মু-কাশ্মীরের ভালোসা এবং ডোডায় লাগাতার দ্বিতীয় দিনজুড়েও প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

J&K: Doda admin issues advisory, asks people not to venture out near ...