ইসলাম এই ধরনের অনুমতি দেয় না! এল বড় মন্তব্য

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Jamiat Ulama-i-Hind President Maulana Arshad Madani

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি ইসলাম নিয়ে করলেন বড় মন্তব্য। তিনি বলেন, “ইসলামে, কুকুর-বিড়ালের মতো প্রাণী সহ যে কোনো জীবের অন্যায়ভাবে হত্যা করাকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। যদি প্রাণীদের প্রতি এই ধরনের করুণার নির্দেশ দেওয়া হয়, তাহলে মানুষের জীবনের পবিত্রতা কল্পনা করুন। সমস্ত সৃষ্টির মধ্যে একজন মানুষই সর্বোচ্চ মূল্যের অধিকারী - তাহলে, কীভাবে একজন ব্যক্তিকে হত্যা করা ন্যায্য হতে পারে? ইসলাম এই ধরনের কাজের অনুমতি দেয় না। যারা এই ধরনের অপরাধ করে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে"।

jamatul