New Update
/anm-bengali/media/media_files/2025/09/25/screenshot-2025-09-25-15-pm-2025-09-25-23-06-54.png)
নিজস্ব সংবাদদাতা: জি২০ বিদেশমন্ত্রীর বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর চলমান বৈশ্বিক সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ইউক্রেন ও গাজা-সহ চলমান সংঘাতগুলো জ্বালানি, খাদ্য ও সার নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক দক্ষিণের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। সরবরাহ ও লজিস্টিক বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রবেশাধিকার ও খরচ নিজেই চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
/anm-bengali/media/post_attachments/3e7ae97a-694.png)
জয়শঙ্কর আরও মন্তব্য করেন, “দ্বৈত মানসিকতা স্পষ্টভাবে চোখে পড়ছে। শান্তি উন্নয়নকে সম্ভব করে তোলে, কিন্তু উন্নয়নকে হুমকির মুখে ফেলে আমরা শান্তি আনতে পারি না। অর্থনৈতিকভাবে নাজুক পরিস্থিতিতে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্রকে আরও অনিশ্চিত করে তোলা কারও জন্যই লাভজনক নয়।”
তিনি আহ্বান জানান, “এই পরিস্থিতি থেকে বেরোনোর একমাত্র উপায় হলো সংলাপ ও কূটনীতির দিকে পদক্ষেপ বাড়ানো।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us