New Update
নিজস্ব সংবাদদাতা : কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ (Anita Anand)-এর সঙ্গে একটি "ভালো বৈঠক" করলেন ভারতের বিদেশমন্ত্রী (EAM) ড. এস. জয়শঙ্কর। এই বিষয়ে একটি একটি গুরুত্বপূর্ণ টুইট করেছেন তিনি। নিজের টুইট বার্তায় তিনি লেখেন,''কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ (Anita Anand)-এর সঙ্গে একটি "ভালো বৈঠক" সম্পন্ন হল। এই বৈঠকে দুই দেশের মধ্যে ফের হাই কমিশনারদের নিয়োগের বিষয়কে স্বাগত জানানো হয়েছে। আমি কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দকে শীঘ্রই ভারতে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে রয়েছি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us