অপারেশন সিন্দুর প্রসঙ্গে জয়শঙ্কর: “ভারত-পাক আলোচনাই ছিল মূল, মধ্যস্থতা নয়”

কি বললেন জয়শঙ্কর?

author-image
Aniket
New Update
jin s jaishankar.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইকনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর অপারেশন সিন্দুর প্রসঙ্গে বলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ফোন কল এসেছিল, তবে সেগুলো কোনো গোপন বিষয় নয়।

s jaishankarty1.jpg

তিনি জানান, “আমার ক্ষেত্রে অন্তত, আমেরিকার প্রতিটি ফোন কল আমার ‘X’ অ্যাকাউন্টে রয়েছে। এখানে পার্থক্য আছে—একদিকে মধ্যস্থতার দাবি করা আরেকদিকে বলা যে ভারত-পাকিস্তানের মধ্যে যে সমঝোতা হয়েছে তা আসলে দুই দেশের মধ্যেই হয়নি। কিন্তু বাস্তবে সেটি হয়েছিল।”

জয়শঙ্করের মন্তব্যে স্পষ্ট, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলেছে, কোনো বিদেশি শক্তি এখানে মূল ভূমিকা নেয়নি।