বিশ্ব পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ! রাষ্ট্রসংঘের মহাসচিবের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জয়শঙ্কর

কি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
s jaishankar    n

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের (António Guterres) সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। এই বৈঠকে মূলত বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং বহুপাক্ষিকতা (multilateralism)-এর ক্ষেত্রে তার প্রভাব নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

s jaishankar            n

আজ একটি টুইট বার্তায় এস জয়শঙ্কর জানিয়েছেন,''আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। বর্তমান বৈশ্বিক শৃঙ্খলা (current global order) এবং বহুপাক্ষিকতার উপর তার প্রভাব নিয়ে ওনার  মূল্যায়নের আমি প্রশংসা করি। বিভিন্ন আঞ্চলিক সংবেদনশীল স্থান (regional hotspots) সম্পর্কেও ওনার দৃষ্টিকোণকে সাধুবাদ জানাই। ভারতের বৃদ্ধি ও উন্নয়নের (growth and development) জন্য ওনার স্পষ্ট ও ধারাবাহিক সমর্থনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। শীঘ্রই ওনাকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি।"