বেইজিংয়ে SCO মহাসচিবের সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

বেইজিং: এসসিও মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আধুনিকীকরণ ও সংগঠনের গুরুত্ব নিয়ে আলোচনা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-14 10.28.10 AM

নিজস্ব সংবাদদাতা: চীনের বেইজিংয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৈঠকে এসসিও-র কার্যক্রমে ভারতের অবদান, সংগঠনের আঞ্চলিক গুরুত্ব এবং এর কাজের ধারা আধুনিকীকরণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “এসসিও-র অবদান ও গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি এর কাজের প্রক্রিয়া আধুনিকীকরণের প্রচেষ্টার কথাও আলোচনা হয়েছে।” এই বৈঠককে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।