BREAKING: সন্ত্রাসকে প্রশ্রয় নয়, সমূলে নির্মূল করতে হবে ! জাতি সংঘে বড় মন্তব্য করলেন জয়শঙ্কর

কি বললেন এস. জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
s jaishankar            n

নিজস্ব সংবাদদাতা : আজ জাতি সংঘের সদর দপ্তরে ‘দ্য হিউম্যান কস্ট অফ টেররিজম’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসবাদ প্রসঙ্গে এক বড় মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন,''গত পাঁচ সপ্তাহ আগে,ভারতের পহেলগাঁও-এ যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে, তার বিরুদ্ধে জাতি সংঘ নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা করেছিল। কিন্তু এক্ষেত্রে হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের অবশ্যই দায়বদ্ধ করতে হবে।”

s jaishankarty1.jpg

 তিনি আরও বলেন,''এই বিষয়ে সারা বিশ্বকে কয়েকটি মূল বিষয়ে এক হতে হবে। যেমন,সন্ত্রাসবাদীদের কোনও ছাড় দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, নিউক্লিয়ার ব্ল্যাকমেল বা পরমাণুর ভয় দেখিয়ে, কোনও দেশের অতিরিক্ত সুবিধা আদায়ের চেষ্টাকে বরদাস্ত করা যাবে না।''