ভারতকে আক্রমণ করা হলে চীন আর ইউরোপকে কেন করা হচ্ছে না ? ট্রাম্প ট্যারিফ নিয়ে বড় প্রশ্ন তুললেন জয়শঙ্কর

কি বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
china jaishankar

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে এক বড় প্রশ্ন তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন,''ভারতের বিরুদ্ধে যে যুক্তি ব্যবহার করে ভারতের সমালোচনা করা হচ্ছে, চীন বা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে সেই একই যুক্তি কেন ব্যবহার করা হচ্ছে না,?''

s jaishankar    n

এরপর তিনি বলেন,''রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্ববাজারকে স্থিতিশীল রাখা, এবং এটি ভারতের জাতীয় স্বার্থের পাশাপাশি বৈশ্বিক স্বার্থও পূরণ করে। চীন আর ইউরোপও রাশিয়ার কাছ থেকে তেল কেনে। তাহলে তাদের ক্ষেত্রে কেন পদক্ষেপ নেওয়া হবে না ?''