জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সবাইকে স্থান দেওয়া হবে ! বড় মন্তব্য করলেন জয়শঙ্কর

কি বললেন এস জয়শঙ্কর ?

author-image
Debjit Biswas
New Update
s jaishankar    n

নিজস্ব সংবাদদাতা : আরাবল্লী সামিট ২০২৫-এ (Aravalli Summit 2025) প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এবং ভারতের বৈদেশিক নীতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Dr S Jaishankar)। তিনি বলেন,''আমরা সবসময়ই প্রতিবেশীদের স্থান দেওয়ার চেষ্টা করি। তবে এক্ষেত্রে  আমাদের জাতীয় স্বার্থ (national interest) যতটা অনুমতি দেয়, ঠিক ততটা পর্যন্তই আমরা তাদের স্থান দিতে পারি।"

s jaishankar            n

বিদেশমন্ত্রীর এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী হলেও, দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে কোনও আপস করবে না।