গ্রেফতার হতে পারেন কংগ্রেস নেতারা? নেপথ্যে বিজেপি?

বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন নেতা। চমকে গেল দেশ।

author-image
SWETA MITRA
New Update
bharat nyay.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) জোরকদমে চলছে। এটি এখন আসামে রয়েছে।   কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা অসমের মাজুলিতে পৌঁছেছে। দলের নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেছেন, "কোনও নিয়ম ভাঙা হয়নি। আসামের মুখ্যমন্ত্রী ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়া থেকে মানুষকে বিরত রাখার জন্য সমস্ত চেষ্টা করছেন। এই যাত্রা কেউ আটকাতে পারবে না। আমরা আগামী সাতদিন রাজ্যে রয়েছি। তারা আমাদের গ্রেফতার করুক, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি।“