নিজস্ব সংবাদদাতা : সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন দেরিতে শুরু হওয়া এবং এর সময়কাল সংক্ষিপ্ত করার সরকারি সিদ্ধান্ত নিয়ে এবার বড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। কেন্দ্র সরকার কি লোকসভা নির্বাচন এগিয়ে আনতে চলেছে ? এমনই বিস্ফোরক ইঙ্গিত দিলেন তিনি।
তিনি বলেন,''আমি খুবই অবাক হয়েছি যে কেন এই শীতকালীন অধিবেশন এত দেরিতে ডাকা হয়েছে ? এটি সাধারণত ২০ থেকে ২৩শে নভেম্বরের মধ্যে শুরু হয় এবং ২৪শে ডিসেম্বর পর্যন্ত চলে। এই অধিবেশন তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হয়। কিন্তু এবার অধিবেশন ১লা ডিসেম্বর শুরু হচ্ছে এবং চলবে মাত্র ১৫ দিন। সরকার কী থেকে পালাতে চাইছে ? তা আমি বুঝতে পারছি না। কেন্দ্র সরকার এই অধিবেশনকে অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি 'আনুষ্ঠানিকতা' (formality) হিসেবে শেষ করতে চাইছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/THF9TdlxcrZiRr3t4uPz.jpg)
এরপর তিনি বলেন,''হ্যাঁ নির্বাচনের আগে অধিবেশনগুলি সংক্ষিপ্ত করা হয়। তাহলে কি এই বিষয়টি এমনটাই ইঙ্গিত দিচ্ছে যে লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ?"
এগিয়ে আসতে চলেছে লোকসভা নির্বাচন ? সংসদের শীতকালীন অধিবেশন ছোট হতেই ভয়ঙ্কর ইঙ্গিত দিলেন জয়রাম রমেশ
কি ভয়ঙ্কর ইঙ্গিত দিলেন জয়রাম রমেশ ?
নিজস্ব সংবাদদাতা : সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন দেরিতে শুরু হওয়া এবং এর সময়কাল সংক্ষিপ্ত করার সরকারি সিদ্ধান্ত নিয়ে এবার বড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। কেন্দ্র সরকার কি লোকসভা নির্বাচন এগিয়ে আনতে চলেছে ? এমনই বিস্ফোরক ইঙ্গিত দিলেন তিনি।
তিনি বলেন,''আমি খুবই অবাক হয়েছি যে কেন এই শীতকালীন অধিবেশন এত দেরিতে ডাকা হয়েছে ? এটি সাধারণত ২০ থেকে ২৩শে নভেম্বরের মধ্যে শুরু হয় এবং ২৪শে ডিসেম্বর পর্যন্ত চলে। এই অধিবেশন তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হয়। কিন্তু এবার অধিবেশন ১লা ডিসেম্বর শুরু হচ্ছে এবং চলবে মাত্র ১৫ দিন। সরকার কী থেকে পালাতে চাইছে ? তা আমি বুঝতে পারছি না। কেন্দ্র সরকার এই অধিবেশনকে অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি 'আনুষ্ঠানিকতা' (formality) হিসেবে শেষ করতে চাইছে।''
এরপর তিনি বলেন,''হ্যাঁ নির্বাচনের আগে অধিবেশনগুলি সংক্ষিপ্ত করা হয়। তাহলে কি এই বিষয়টি এমনটাই ইঙ্গিত দিচ্ছে যে লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ?"