নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার সাম্প্রতিক কিছু কার্যাবলী নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন,''গতকাল ভারতীয় কূটনীতি এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি বড় ধাক্কা খেয়েছে। এটি শুধু একটি সতর্কতা নয়, বরং একটি বড় চ্যালেঞ্জও বটে।'' এরপর তিনি বলেন,''কাল আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল, মাইকেল কুরিলা পাকিস্তানকে 'সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অসাধারণ অংশীদার' বলে উল্লেখ করেন। আবার অপরদিকে কাল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ১৪ই জুন আমেরিকার আর্মি ডে-তে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুটি ঘটনাই একটি বড় বিপদের সংকেত। প্রধানমন্ত্রী মোদির উচিত খুব শীঘ্রই একটি সর্বদলীয় বৈঠক ডাকা, আর সকলকে সাথে নিয়ে এই বিষয়ে আলোচনা করা।''
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
BREAKING: পাকিস্তানকে বন্ধু সম্বোধন,আমেরিকায় আসিম মুনিরকে আমন্ত্রণ ! ভারতের জন্য বড় বিপদের সংকেত দেখছেন জয়রাম রমেশ
কি বললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ?
নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার সাম্প্রতিক কিছু কার্যাবলী নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন,''গতকাল ভারতীয় কূটনীতি এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি বড় ধাক্কা খেয়েছে। এটি শুধু একটি সতর্কতা নয়, বরং একটি বড় চ্যালেঞ্জও বটে।'' এরপর তিনি বলেন,''কাল আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল, মাইকেল কুরিলা পাকিস্তানকে 'সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অসাধারণ অংশীদার' বলে উল্লেখ করেন। আবার অপরদিকে কাল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ১৪ই জুন আমেরিকার আর্মি ডে-তে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুটি ঘটনাই একটি বড় বিপদের সংকেত। প্রধানমন্ত্রী মোদির উচিত খুব শীঘ্রই একটি সর্বদলীয় বৈঠক ডাকা, আর সকলকে সাথে নিয়ে এই বিষয়ে আলোচনা করা।''