/anm-bengali/media/media_files/pUaPtiZnVAIIQfBi1jbN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জি-২০ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। আজ শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘জি-২০গঠিতহয়১৯৯৯সালে।১৯টিদেশএবংইউরোপীয়ইউনিয়নএরসদস্য।প্রতিষ্ঠারপরথেকে১৭টিদেশেপর্যায়ক্রমেজি-২০শীর্ষসম্মেলনঅনুষ্ঠিতহয়েছে।এবার ভারতের সময় এসেছে। কিন্তুএখানেযেধরনেরনির্বাচনীপ্রচার চালানোহচ্ছেএবংএমনপরিবেশতৈরিরচেষ্টাকরাহচ্ছে, যাঅন্যকোনোদেশেহয়নি।বস্তুত, গুরুত্বপূর্ণইস্যুথেকেমানুষেরমনোযোগঘোরানোরজন্যইএটাকরাহচ্ছে।
আমাদেরঅবশ্যইমনেরাখতেহবেযেএইনয়াদিল্লিতেই১৯৮৩সালে১০০টিরওবেশিদেশেরশিখর শীর্ষসম্মেলনএবংকমনওয়েলথশীর্ষসম্মেলনসফলভাবেঅনুষ্ঠিতহয়েছিল।কিন্তুতৎকালীনসরকারনির্বাচনীলাভেরজন্যসেইসুযোগগুলোকাজেলাগায়নি। এরপরলালকৃষ্ণআডবাণীযাবলেছিলেনতাআমারমনেপড়েযায়।২০১৪সালের৫এপ্রিলতিনিনরেন্দ্রমোদীকেএকজনমহানইভেন্টম্যানেজারহিসাবেবর্ণনাকরেছিলেন।জনসাধারণেরমনোযোগঘোরানোরজন্যপ্রধানমন্ত্রীইভেন্টম্যানেজমেন্টকরছেন।‘
উল্লেখ্য, জি-২০সদস্যদেশগুলোবৈশ্বিকজিডিপিরপ্রায়৮৫শতাংশ, বৈশ্বিকবাণিজ্যের৭৫শতাংশএবংবিশ্বেরমোটজনসংখ্যারপ্রায়দুই-তৃতীয়াংশেরপ্রতিনিধিত্বকরে।
এই জি-২০-তে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়াপ্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদিআরব, দক্ষিণআফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রওইউরোপীয়ইউনিয়ন (ইইউ)।
বর্তমানসভাপতিহিসাবেভারতআগামীমাসেনয়াদিল্লিতেজি-২০শীর্ষসম্মেলনেরআয়োজনকরবে। এই নিয়ে বারবার কথা বলতে শোনা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার দলের বহু নেতা মন্ত্রীকে।
এদিকে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালীন দিল্লিতে সাজোসাজো রব থাকতে পারে। উচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং ট্র্যাফিকের কথা মাথায় রেখে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে সরকারের তরফে। জি-২০, দিল্লি পুলিশ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি এজেন্সিগুলির প্রস্তুতি সংক্রান্ত দলগুলির মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়েছে।
G20 का गठन 1999 में हुआ था। 19 देश और यूरोपीयन यूनियन इसके सदस्य हैं। इसके गठन से लेकर अब तक बारी-बारी से 17 देशों में G20 शिखर सम्मेलन आयोजित हुआ है। अब भारत का नंबर है।
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 19, 2023
लेकिन यहां इसे लेकर जिस तरह का चुनावी कैंपेन चलाया जा रहा है और माहौल बनाने की कोशिश की जा रही है, वैसा…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us