G20-তেও নির্বাচনী প্রচার! কংগ্রেসের অভিযোগ

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস। শনিবার কংগ্রেস অভিযোগ করেছে যে সরকার ভারতে আসন্ন জি-২০ সম্মেলনকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
cong modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জি-২০ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। আজ শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘জি-২০গঠিতহয়১৯৯৯সালে।১৯টিদেশএবংইউরোপীয়ইউনিয়নএরসদস্য।প্রতিষ্ঠারপরথেকে১৭টিদেশেপর্যায়ক্রমেজি-২০শীর্ষসম্মেলনঅনুষ্ঠিতহয়েছে।এবার ভারতের সময় এসেছে। কিন্তুএখানেযেধরনেরনির্বাচনীপ্রচার চালানোহচ্ছেএবংএমনপরিবেশতৈরিরচেষ্টাকরাহচ্ছে, যাঅন্যকোনোদেশেহয়নি।বস্তুত, গুরুত্বপূর্ণইস্যুথেকেমানুষেরমনোযোগঘোরানোরজন্যইএটাকরাহচ্ছে।

আমাদেরঅবশ্যইমনেরাখতেহবেযেএইনয়াদিল্লিতেই১৯৮৩সালে১০০টিরওবেশিদেশেরশিখর শীর্ষসম্মেলনএবংকমনওয়েলথশীর্ষসম্মেলনসফলভাবেঅনুষ্ঠিতহয়েছিল।কিন্তুতৎকালীনসরকারনির্বাচনীলাভেরজন্যসেইসুযোগগুলোকাজেলাগায়নি। এরপরলালকৃষ্ণআডবাণীযাবলেছিলেনতাআমারমনেপড়েযায়।২০১৪সালেরএপ্রিলতিনিনরেন্দ্রমোদীকেএকজনমহানইভেন্টম্যানেজারহিসাবেবর্ণনাকরেছিলেন।জনসাধারণেরমনোযোগঘোরানোরজন্যপ্রধানমন্ত্রীইভেন্টম্যানেজমেন্টকরছেন।‘

উল্লেখ্য, জি-২০সদস্যদেশগুলোবৈশ্বিকজিডিপিরপ্রায়৮৫শতাংশ, বৈশ্বিকবাণিজ্যের৭৫শতাংশএবংবিশ্বেরমোটজনসংখ্যারপ্রায়দুই-তৃতীয়াংশেরপ্রতিনিধিত্বকরে।

এই জি-২০-তে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়াপ্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদিআরব, দক্ষিণআফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রইউরোপীয়ইউনিয়ন (ইইউ)

বর্তমানসভাপতিহিসাবেভারতআগামীমাসেনয়াদিল্লিতেজি-২০শীর্ষসম্মেলনেরআয়োজনকরবে। এই নিয়ে বারবার কথা বলতে শোনা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার দলের বহু নেতা মন্ত্রীকে।

এদিকে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালীন দিল্লিতে সাজোসাজো রব থাকতে পারে। উচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং ট্র্যাফিকের কথা মাথায় রেখে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে সরকারের তরফে। জি-২০, দিল্লি পুলিশ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি এজেন্সিগুলির প্রস্তুতি সংক্রান্ত দলগুলির মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়েছে।