/anm-bengali/media/media_files/20Hj3d9vH7UlGy5jQpAq.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। জেলবন্দি অবস্থাতেই মণীশ সিসোদিয়া দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। যেখানে তিনি প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কম শিক্ষিত হওয়া দেশের জন্য বিপজ্জনক। মোদীজি বিজ্ঞান বোঝেন না, শিক্ষা বোঝেন না।' মণীশ সিসোদিয়া তাঁর চিঠিতে আরও লিখেছেন যে গত কয়েক বছরে ৬০ হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ভারতের অগ্রগতির জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Jailed former Delhi deputy CM Manish Sisodia writes to PM Modi, raises questions on his education.
— ANI (@ANI) April 7, 2023
"For the progress of India, it is necessary to have an educated PM," Sisodia writes in his letter to the PM. pic.twitter.com/yV7peRjns3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us