নিজসে সংবাদদাতাঃ আবারও একবার শিরোনামে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। শিরোমণি অকালি দলের সাধারণ সম্পাদক বিক্রম সিং মাজিথিয়ার দায়ের করা মানহানির মামলায় গ্রেফতার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে পাঞ্জাবের অমৃতসর আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রসঙ্গে আপ সাংসদ বলেন, 'আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাব বলে আমার পূর্ণ আশা আছে। পরবর্তী শুনানি হবে ১৬ ডিসেম্বর। ন্যায়বিচারের জন্য লড়াই অব্যাহত থাকবে।‘ তিনি আরও বলেন, ‘মোদীর স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আমি কোনও জেল, ভুয়ো মামলাকে ভয় পাই না।‘