স্টালিনের প্রস্তাব শুধুই প্রচারের কৌশল ! ফের স্টালিনকে তোপ দাগলেন বিজেপি নেতা

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করার পর ক্রমাগত ক্ষোভের মুখে পড়ছেন স্টালিন।

author-image
Debjit Biswas
New Update
MK Stalinq.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করার পর, আজ বিজেপি সাংসদ জগদীশ শেট্টার স্টালিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের কড়া প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, "এই প্রস্তাবের একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক প্রচার পাওয়া, এর কোনও সাংবিধানিক ভিত্তি নেই।"

Jagadish Shettar2.jpg

এরপর তিনি বলেন, "এই বিল নিয়ে সংসদে অবশ্যই আলোচনা হওয়া প্রয়োজন। স্টালিন যে প্রস্তাব এনেছেন, তার কোনও আইনগত প্রভাব পড়বে না, এটি কেবল রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে।"