নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বন্দে মাতরম' নিয়ে বক্তব্যের সমর্থনে মুখ খুললেন বিজেপি-র সাংসদ জগদম্বিকা পাল। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের সময় 'বন্দে মাতরম' গানটি দেশজুড়ে ঐক্য ও উদ্দীপনার সৃষ্টি করেছিল এবং সেই কারণেই এই বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
আজ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন যে, 'বন্দে মাতরম' শুধু একটি গান নয়, এটি একটি আবেগ যা দেশের স্বাধীনতা আন্দোলনকে এক সূত্রে বেঁধেছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/12/aqO8gNf6Gj0SgUnaPz8M.jpg)
জগদম্বিকা পাল বলেন,"এই বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, ঠিক এই কারণেই যে বন্দে মাতরম ছিল সেই রণহুঙ্কার (war-cry) যা স্বাধীনতা সংগ্রামের সময় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গোটা দেশকে এক করেছিল।"
বন্দে মাতরম ছিল স্বাধীনতা সংগ্রামের রণহুঙ্কার ! এই বিষয়ে আলোচনার গুরুত্ব বোঝালেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল
কি গুরুত্ব বোঝালেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল ?
নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বন্দে মাতরম' নিয়ে বক্তব্যের সমর্থনে মুখ খুললেন বিজেপি-র সাংসদ জগদম্বিকা পাল। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের সময় 'বন্দে মাতরম' গানটি দেশজুড়ে ঐক্য ও উদ্দীপনার সৃষ্টি করেছিল এবং সেই কারণেই এই বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
আজ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন যে, 'বন্দে মাতরম' শুধু একটি গান নয়, এটি একটি আবেগ যা দেশের স্বাধীনতা আন্দোলনকে এক সূত্রে বেঁধেছিল।
জগদম্বিকা পাল বলেন,"এই বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, ঠিক এই কারণেই যে বন্দে মাতরম ছিল সেই রণহুঙ্কার (war-cry) যা স্বাধীনতা সংগ্রামের সময় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গোটা দেশকে এক করেছিল।"