BREAKING: ধর্ম জেনে হত্যা করেছিল, আমরা জবাব দিয়েছি ! বড় মন্তব্য করলেন হেভিওয়েট বিজেপি সাংসদ

কি বললেন হেভিওয়েট সাংসদ।

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা - এবার পহেলগাঁও হামলা নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। তিনি বলেন,''যুদ্ধবিরতির পর প্রধানমন্ত্রী মোদি আদমপুর বিমানঘাঁটিতে গিয়েছিলেন সেনাদের মনোবল বাড়াতে।''

Jagdambika

এরপর তিনি পহেলগাঁও হামলা নিয়ে বলেন,''পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ধর্ম জেনে আমাদের দেশের লোকেদের হত্যা করেছে, কিন্তু আমাদের সেনারা তাদের শুধু সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করেই আঘাত করেছে। তারা ধর্ম দেখে হত্যা করেছে, আর আমরা তাদের অপরাধের জবাব দিয়েছি।"