১৬ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির!

রথযাত্রার আগে ২১ দিন ধরে পালিত হয় চন্দন যাত্রা। পুরীতে এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। পবিত্র রথযাত্রার জন্য তিনটি সুবিশাল রথ নির্মাণ করা হচ্ছে জগন্নাথ মন্দিরের বাইরে গ্র্যান্ড রোডের উপর।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
rath

নিজস্ব সংবাদদাতা: রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে প্রস্তুতি চলছে জোরকদমে। একাধিক আচারের জন্যও দিনক্ষণ নির্ধারিত করেছে শ্রী জগন্নাথ মন্দির অ্যাডমিনিস্ট্রেশন। তার মধ্যেই এবার ১৬ ঘণ্টার জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। ভগবান জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে ভক্তদের জন্য পুরীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হবে।

আগামী ৪ জুন পুরীর জগন্নাথধামে অনুষ্ঠিত হবে দেবস্নান পূর্ণিমা। তাই সকাল ৬টা থেকে বন্ধ করা হয়েছে দর্শন। শনিবার রাত ২টো পর্যন্ত বন্ধ রাখা হবে মন্দির। শুক্রবার সকালে দ্বৈতপতি সেবায়েতরা গর্ভগৃহে প্রবেশ করেন। পালন করা হয় 'বহুত কথা' রীতি।