বালেশ্বরে জগন্নাথ মন্দির! রইলো ভিডিও

পুরীর জগন্নাথ মন্দির ছাড়াও আরো এক জগন্নাথ মন্দির রয়েছে কলকাতার কাছাকাছি। কোথায়? জানতে দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
aaaa

দিগ্বিজয় মাহালী, বালেশ্বর : আমরা সবাই ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেছি। দেশ বিদেশে তার নাম রয়েছে। কিন্তু এটা কী জানেন, আপনার কাছে পীঠেও এখন জগন্নাথ ধাম রয়েছে। পুরো পুরীর মন্দিরের আদলে তৈরি সেই জগন্নাথ মন্দির। হ্যাঁ, ওড়িশার বালেশ্বরে এখন দেখতে পাবেন জগন্নাথ মন্দির। আর তা যদি রাতের বেলায় হয় তাহলে তো আর কথাই নেই। কপাল ভালো থাকলে সন্ধ্যা আরতি দর্শন,ঠাকুরের ভোগ অবশ্যই পাবেন। কলকাতা থেকে মাত্র ২৫০ কিমি দূরত্ব।খড়গপুর থেকে ১২০ কিমি।ট্রেন,সড়কপথ,দুটোতেই যাওয়া যায়। বালেশ্বর স্টেশন বা শহর থেকে মাত্র ১০ কিমি রাস্তা। 

 

hire