মানুষের সাড়া, ঈশ্বরের কৃপায় রাজ্যে জিতবে দল! জানিয়ে দিলেন প্রার্থী

লোকসভা নির্বাচনী প্রচারে বড় বার্তা দিলেন এআইএডিএমকে প্রার্থী জে জয়বর্ধন।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ চেন্নাই লোকসভা কেন্দ্রের মাইলাপুর ও মান্দাভেলি এলাকায় নির্বাচনী প্রচারের সময় এআইএডিএমকে প্রার্থী জে জয়বর্ধন বলেন, "মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। শুধু আমার নির্বাচনী এলাকা নয়, গোটা তামিলনাড়ুতেই ডিএমকে সরকার ও অযোগ্য ডিএমকে সাংসদদের পাশে জনবিরোধী অবস্থানের কারণেই এই অবস্থা। ঈশ্বরের কৃপায় আমরা অবশ্যই এই আসনে জয়ী হব।" 

।ল,

Add 1