আইমেক করিডোর নিয়ে ইতালির উপ-প্রধানমন্ত্রীর আশাবাদ

 মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি, ভারত-ইতালি সামনের সারিতে কাজ করবে—অন্তোনিও তাজানি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-10 11.02.17 PM

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে ইমেক (India-Middle East-Europe Economic Corridor) প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, প্রকল্পটি দ্রুত শুরু করার বিষয়ে তারা আশাবাদী। তাজানি বলেন, “আইমেক নিয়ে আমরা খুব শিগগিরই কাজ শুরু করবো। অন্য দেশগুলোর সঙ্গে আরও কঠোরভাবে কাজ করতে হবে... এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, তাই সঠিক পথে এগোনো সম্ভব। আমি আশাবাদী। ভারত ও ইতালি এই প্রকল্পে সামনের সারিতে রয়েছে।”

Screenshot 2025-12-10 11.01.35 PM

তাজানির বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, কৌশলগত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই করিডোর বাস্তবায়নে ভারত-ইতালি সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত।