রাতভোর চলল বৃষ্টি

উত্তরের পর এবার দক্ষিণ, ভারী বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু জুড়ে। বুধবার মাঝ রাত থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। তবে চেন্নাইতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি।

author-image
Ritika Das
New Update
chennai6.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: উত্তর ভারতে ভারী বৃষ্টি চলছিল। এবার দক্ষিণেও শুরু হয়েছে ভারী বর্ষণ। গত সপ্তাহ থেকেই তামিলনাড়ুতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বুধবার মধ্যরাতে রাজ্যের একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এদিন চেন্নাইয়ের অরুম্বাক্কাম, কোয়াম্বেদু, মোগ্গাপাইর, মাদুরভায়োল এবং পুনামাল্লি সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।