“নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়”, বিহার SIR ইস্যুতে আসাদউদ্দিন ওয়েইসি

বিহার SIR ইস্যুতে আসাদউদ্দিন ওয়েইসির মন্তব্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-25 2.59.26 PM

নিজস্ব সংবাদদাতা: বিহার SIR প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানালেন AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “সমস্ত প্রক্রিয়াটিই পরিচালনা করছে ভারতের নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনও সাংবিধানিক ক্ষমতা নেই। এটি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে পড়ে।”

ওয়েইসি অভিযোগ করেন, এই প্রক্রিয়াকে ঘিরে বিভ্রান্তি ও ভয় তৈরি হচ্ছে এবং তা গণতান্ত্রিক পরিবেশের জন্য শুভ নয়। তাঁর দাবি, নির্বাচন কমিশন তার নির্ধারিত সাংবিধানিক দায়িত্ব পালন করুক, আর নাগরিকত্ব সংক্রান্ত দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্রমন্ত্রক।