New Update
/anm-bengali/media/media_files/2025/03/15/lEQoqKsjrsKAAhgggLql.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন মন্ত্রী তথা বহিষ্কৃত আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব শনিবার কংগ্রেস ও বিজেপিকে রাজনীতির দাঁড়িপাল্লায় মায়ের মতো একটি শব্দকে 'ওজন না করার' পরামর্শ দিয়েছেন।
তেজ প্রতাপ যাদব বলেছেন, "মা শব্দটিকে রাজনীতির পাল্লায় পরিমাপ করা উচিত নয়, সেটা কংগ্রেস হোক বা বিজেপির লোক। এটি একটি পাপ। মা হলেন ঈশ্বরের অবতার। একজন মা তার গর্ভে সন্তানকে নয় মাস ধারণ করেন। তাই কারুরই মা-এর মতো একটি শব্দ নিয়ে রাজনীতি করা উচিত নয়"।

/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us